বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন, আহত হন একজন।
রোববার (০৯ আগস্ট) ভোরে উপজেলার আমতলা এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সদরের কবির মোল্লার ছেলে আরিফুল ইসলাম (২২) এবং আরিফুলের বড় ভাই টুকু মোল্লার ছেলে রবিউল ইসলাম (১৫)। তারা দু’জনই পেশায় মাছ ব্যবসায়ি।
দুর্ঘটনায় গুরুত্বর আহত ট্রাকের ড্রাইভার টুঙ্গিপাড়ার এমদাদুল হক (৫০) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রোববার ভোর ৪টার দিকে মহাসড়কের আমতালা এলাকায় ধান বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হলে তা পরিবর্তন করছিলেন চালক ও তার সহকারী (হেল্পার)।
“ওই সময় গোপালগঞ্জ থেকে খুলনার রূপসাগামী একটি পিকআপভ্যান পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে ট্রাকের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থালেই মারা যান মাছ ব্যবসায়ি পিকআপ চালক আরিফুল ইসলাম।”
গুরুতর আহত হন, তার ভাতিজা রবিউল ও ধান বোঝাই ট্রাকের চালক এমদাদুল হক। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে রবিউলের মৃত্যু হয় বলে জানান তিনি।
ওসি বলেন, আরিফুলের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিউলের লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে বলেও জানান তিনি।