প্রচ্ছদ / খবর / বাগেরহাটে স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটে স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ

Bagerhat-Pic-1(06-08-2015)এবার পরীক্ষা দিতে গিয়ে বাগেরহাটে ইবাদ শেখ (৯) নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র বখাটেদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে।

গুরুত্বর আহত শিশুটিকে বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইবাদ বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর গ্রামের ব্যবসায়ী আজমল শেখের ছেলে। সে উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

শুক্রবার দুপুরে আজমল শেখ জানান, রোববার (০২ আগস্ট) সহপাঠীদের সাথে ইবাদ পরীক্ষা দিয়ে স্কুলে যায়। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থা করা একই এলাকার রফিক চাকলাদারের ছেলে সলেমান চাকলাদার তাকে দুষ্ট বলে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ইবাদ অজ্ঞান হয়ে পড়লে নির্যাতনকারী সলেমান পালিয়ে যায়।

পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, সদর হাসপাতালে ভালো চিকিৎসা না পাওয়ায় সোমবার শিশু ইবাদকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নির্যাতনকারী বখাটেদের পক্ষ থেকে ঘটনাটি চেপে যাওয়া জন্য নানা প্রকার হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

ইবাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পুলিশের কাছে অভিযোগ দিতে পারিনি বলে জানান শিশুটির বাবা।

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. খান আহমেদ হেলালী জানান, শিশুটির শরীরের আঘাত গুলো বেশ গুরুত্বর ছিল। তবে এখন সে আশঙ্কা মুক্ত হলেও মানুষিক ভাবে ভেঙে পড়েছে। বিভিন্ন সময় সে অসংলগ্ন কথাবার্তা বলছে।

শারীরিক আঘাতের চেয়েও শিশুটি মানসিকভাবে ভাবে অনেক বেশি ভেঙে পড়ায় তাকে চিকিৎসকারা পর্যবেক্ষনে রেখেছেন।

উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক বলেন, কোন করণ ছাড়াই ইবাদকে মারপিট করে পালিয়ে যায় এলাকায় বখাটে হিসাবে পরিচিত সলেমান। পরে শিশুটির মাথায় পানি দিয়ে অভিবাবককে খবর দেই। বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জেনে পুলিশের একাধিক টিম অভিযুক্ত সলেমান চাকলাদারকে আটকে অভিযান শুরু করেছে। এছাড়া শিশুটির পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।

০৭ আগস্ট :: সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ