প্রচ্ছদ / খবর / সাইনবোর্ড-বগী সড়ক সংষ্কারে কাজ করছেন স্থানীয়রা

সাইনবোর্ড-বগী সড়ক সংষ্কারে কাজ করছেন স্থানীয়রা

Bagerhat-Morrelgong-road-Pic-1(01-08-2015)বাগেরহাটের সাইনবোর্ড়-বগী ভায়া মোরেলগঞ্জ সড়ক সংষ্কারের মাধ্যেমে যান চলাচল উপযোগী করতে কাজ করছেন সর্বস্তরের মানুষ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ডোবানালা ও গর্তে ভারা এ আঞ্চলিক মহাসড়ক সংষ্কারে আস্ত ও আধলা ইট দিচ্ছে। কিন্তু সেই কাজের জন্য নেই পর্যাপ্ত জনবল।

তাই স্থানীয়রা শ্রমিকের কাজ করে খানাখন্দে মাটি ও ইট ফেলে বাস চলার উপযোগী করতে কাজ করছেন।

বাগেরহাটে সওজ’র নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মোরেগঞ্জের বারইখালী, সিআরসি, কালিকাবাড়ি এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগীতায় বেশ কিছু গভীর গর্ত ভরাট করা হয়েছে।

জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংষ্কারের কাজ চলছে বলে তিনি দাবি করেন।

০২ আগস্ট :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ