প্রচ্ছদ / খবর / খানাখন্দে ভরা মোরেলগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

খানাখন্দে ভরা মোরেলগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

Bagerhat-Pic-2(25-07-2015)morrelgongহাজারো খানাখন্দ আর গর্তে ভরা বাগেরহাটের সাইনবোর্ড-বগী ভায়া মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দু’দিন ধরে লোকালবাস চলাচল বন্ধ রয়েছে।

খানাখন্দে গাড়ি আটকে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে লোকালবাসগুলো বন্ধ রাখা হয়েছে।

ফলে বাগেরহাট জেলা শহরের সাথে মোরেলগঞ্জের যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

সাইনবোর্ড-মোরেলগঞ্জ-বগী মহাসড়ক যেন মরণফাঁদ

সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড থেকে শুরু করে মোরেলগঞ্জ পর্যন্ত মাত্র ১৯ কিলোমিটার পথ। ডোবা, নালা ভেঙ্গে খুলনা, ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনগুলো কোনমতে চলছে। কিন্তু পথে পথে কাঁদামাটিতে গাড়ি আটকে যাওয়ায় বাগেরহাট-মোড়েলগঞ্জ রুটের ৫২টি লোকাল বাস দু’দিন ধরে বন্ধ আছে।

নিরুপায় হয়ে শতশত যাত্রী নছিমন, করিমন, মোটরসাইকেল ও ভটভটিতে চড়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।

মোড়েলগঞ্জ-বাগেরহাট রুটের লাইনম্যান শেখ মোহাম্মদ আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, এই ১৯কি.মি সড়কের বিভিন্ন স্থানে গাড়ি আটকা পড়ে আছে। ডোবাগুলো ভরাট না করে আর লোকাল গাড়ি চালানো যাবেনা। একই কারনে মোড়েলগঞ্জ থেকে শরণখোলা রুটের গাড়ি চলাচলও কমে গেছে।

এই অবস্থায় দু’এক দিনের মধ্যে দুরপাল্লার পরিবহন চলাচলও বন্ধ হয়ে যাবে।

এতে এই এলাকার কয়েক লাখ মানুষের ভোগান্তির সাথে সাথে প্রায় পাঁচশতাধিক মটর শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানান তিনি।

২৬ জুলাই :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ