বাগেরহাট আওয়ামী লীগে হাইব্রীড, ভুঁইফোর ও সুবিধাবাদী নেতাদের কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আইন-শৃংখলা কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি টানা বর্ষনে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাসহ যতো বড় ক্ষমতাশালী ব্যাক্তি হোকনা কেন- তাকে সরকারি খাল ও স্লুইস গেট আটকে, মানুষের জনদূর্ভোগ সৃষ্টিকারে মাছ চাষ করতে দেয়া হবে না।
কোনো এলাকায় রেকর্ডিয় খালে বাঁধ দিয়ে জলাবদ্বতা সৃষ্টি করে কেউ যেন মাছ চাষ করতে না পারে সে জন্য সে জন্য প্রশাসনসহ দলীয় নেতাকর্মিদের প্রতি আহব্বানও জানান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা প্রকৌশলী মোঃ মানিক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী, কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিদুৎ কান্তি পাল, ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, এমএ মতিন, শেখ জহিরুল ইসলাম মিঠু, আবুল বাশার হাওলাদার, শেখ আব্দুল আজিজ, মোঃ মনি মলি্লক, শেখ শামিম হাসান আছনুসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।