বাগেরহাটে মাদকাসক্ত ছেলের ধারালো দা’র কোপে সৎ মা হাসিনা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।
রোববার (০৫ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় জনতা মাকে হত্যার দায়ে ছেলে ফারুক শেখকে (২০) আটক করে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
নিহত হাসিনা বেগম কার্তিকদিয়া গ্রামের মৃত মকসুদ শেখের স্ত্রী।
বাগেরহাট সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসিনা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের দু’টি বড় চিহ্ন রয়েছে।
অতিরুক্ত রক্তক্ষরণের কারনে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।
নিহতের বড় মেয়ে কাজল বেগম ও বড় ছেলে তোয়েব শেখ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, তার ভাই ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচার-নির্যাতনে পরিবারের সকলে অতিষ্ট ছিল। বিভিন্ন সময় তাকে বেঁধে রাখতে হতো।
রোববার বিকালে হটাৎ সে ঘরে ঢুকে একটি ধারালো দা’ নিয়ে নিয়ে মায়ের (হাসিনা বেগম) উপর চড়াও হয়।
‘এসময় দা’র কোপে মায়ের মাথা ফেটে যায়। ঘটনার পর আমরা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর পালিয়ে যাবার চেষ্টা কলে স্থানীয় জনতা ঘাতক ফারুক শেখকে আটক করে এবং উত্তমমাধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরে জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।