২০১৫-২০১৬ অর্থবছরের জন্য বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর মিলনায়তনে ১৫৪ কোটি ৭২ লাখ ২২ হাজার ৭৭৬ টাকার বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী।
বাজেটে পৌর কর্তৃপক্ষের আয় ছয় কোটি ৪৮ লাখ ২২ হাজার ৭৭৬ টাকা ও ব্যয় ছয় কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৪৬৫ টাকা প্রস্তাব করা হয়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ছিল ১১৭ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৭৮৬ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র মো. জুলফিকার আলী বলেন, ‘পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু প্রকল্পের কাজ চলছে। বাকি প্রকল্পগুলোর কাজও শিগগিরই শুরু করে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়া পৌর এলাকায় যে রাস্তা-ঘাট, নর্দমা ও স্লুইচগেইট নির্মাণকাজ চলছে বৃষ্টিপাতের জন্য তা কিছুটা বিলম্বিত হচ্ছে।’ তবে আগামী তিন মাসের মধ্যে চলমান সব প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
২০১৫-১৬ অর্থবছরের এই বাজেটে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে নারী উন্নয়ন, প্রতিবন্ধী ও শিশু উন্নয়ন প্রকল্প। বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ও কর্মকতা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল লোকজন উপস্থিত ছিলেন।