প্রচ্ছদ / খবর / মংলায় তিন জাহাজের বিরুদ্ধে মামলা ও জরিমানা

মংলায় তিন জাহাজের বিরুদ্ধে মামলা ও জরিমানা

Ship-at-Sbনৌ-পথে চলাচলের অনুমোদন না থাকা শর্তেও সুন্দরবন এবং মংলা বন্দরে চলাচলের কারনে দু’টি লাইটার জাহাজের বিরুদ্ধে মামলা ও একটি জাহাজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) সকালে মংলা বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে কোস্টগার্ড পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ড ও মামলা করেন।

নিরাপদ নৌ সপ্তাহ-২০১৫ উপলক্ষে পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থানরত এবং এই পথে চলাচলকারী নৌযানে তল্লাশি করে অনুমোদনহীন লক্কর-ঝক্কর মার্কা তিনটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক একটি জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর দু’টি জাহাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নৌ পথে চলাচলের অনুমোদনহীন স্ক্রাফ হয়ে পড়া দু’টি লাইটারেজ জাহাজ হচ্ছে এমভি আইচগাতি ও এমভি তসিরউদ্দিন। এছাড়া লক্কর-ঝক্কর মার্কা লাইটারেজ জাহাজ এমবি নূর-এ জারিফকে জরিমানা করা হয়েছে।

মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা রাহাত উজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনে নৌ দূর্ঘটনা এড়াতে ও মংলা বন্দরের পন্য উঠানামা স্বাভাবিক রাখতে এখন থেকে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

১৭ জুন ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ