বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে চাচা খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ধীরেন্দ্রনাথ কুণ্ডু (৭০) উপজেলার ধলদাহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বুধবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছেলে সঞ্জয় কুণ্ড ওরফে সোনা কুণ্ডুর সঙ্গে চাচা ধীরেন্দ্রনাথ কুণ্ডুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা কুণ্ডু চাচা ধীরেন্দ্রনাথ কুণ্ডুকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
ওসি আরো বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হলে মৃতদেহ বাড়িতে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা রেকর্ড করা হবে বলেও জানান তিনি।