সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু জামাল বাহিনীর প্রধান মো. জামাল নিহত হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে বাগেরহাট জেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত মো. জামাল ওরফে শাহ জামালের (৩৫) বাড়ি বরগুন পাথরঘাটায়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতলার খাল এলাকায় দস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে ভোর ৫টার দিকে আদনান কবিরের নেতৃত্বে সুন্দরবনের দুবলারচরের আলোরকোল ক্যাম্পের র্যাব সদস্যরা সেখানে অভিযানে যান।
“দস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দস্যুরা পালিয়ে যায়।”
“পরে স্থানীয়রা তাকে জামাল বাহিনীর প্রধান হিসেবে সনাক্ত করে” বলে মেজর আদনান কবির জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের ১০০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
জামালের লাশ এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, জামাল বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।