পরীক্ষার ফলাফল জেনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে।
জানা গেছে, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষা-২০১৫ এর ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয় ওই ছাত্রী।
আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফলাফল জানার পর লোকলজ্জা এড়াতে সোমবার (১ জুন) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্ঠা করে উপজেলার চরহোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুফতি কামাল হোসেন জানান, মানষিকভাবে বিকারগ্রস্থ হয়ে ওই ছাত্রী এই ঘটনা ঘটিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা পাঠানো হয়েছে।
এর আগে গত ৩০ মে (শনিবার) ফলাফল প্রকাশের দিন রাতে একই উপজেলায় লাবনী আক্তার মৌসুমী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে।
শনিবার সন্ধা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে বসে কিটনাশক পানে আত্মহত্যা করে সে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সমদ্দারখালী গ্রামের দিনমজুর আব্দুস সালাম হাওলাদারের মেয়ে মৌসুমী সন্ধ্যার দিকে বিষ পান করে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
লাবনী আক্তার মৌসুমী উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, মৌসুমী শুধু মাত্র গণিত বিষয়ে কৃতকার্য হতে পারে নি। বিকালে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জনতে পেরে সে কিটনাশক পানে আত্মহত্যা করে।