বাগেরহাটের ফকিরহাটে এক চালককে খুন করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই হওয়ার পর বাহনটি উদ্ধার করেছে পুলিশ।
মো. ফজলু শেখ (৩০) নামের ওই ভ্যান চালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তার স্বজনরা।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম হায়দার আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বুধবার (২৭ মে) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে ফজলুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তার ছিনতাই হওয়া ভ্যানটি রাতেই পাশের খুলনা জেলার রূপসা উপজেলার ইলাইপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফজলুর বাড়ি পাশের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের দাকোপা গ্রামে।
এসআই হায়দার বলেন, “দুর্বৃত্তরা সম্ভবত যাত্রী বেশে ভ্যানে উঠে ফজলুকে শ্বাসরোধে হত্যা করে। পরে ওই মাছের ঘেরে লাশ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়।”
ঘের মালিক আমির আলী লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনরা থানায় এসে লাশ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. হেমায়েত শেখ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হেমায়েত বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ফজলু গত ২৫ মে সন্ধ্যায় তার ব্যাটারিচালিত ভ্যানে তিন যাত্রীকে নিয়ে পাশের বেতাগা গ্রামের দিকে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে, লাশ শনাক্তের পর পুলিশ ইলাইপুর গ্রামের নাছিমা ওরফে মীম নামে এক নারীর বাড়ি থেকে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করে।
ওই নারী পুলিশকে বলেছেন, তিনজন লোকের কাছ থেকে তিনি ১৮ হাজার টাকায় ওই ভ্যান কিনেছেন।
এসআই হায়দার বলেন, “ওই নারী তিন ভ্যান বিক্রেতাকে দেখলেই চিনতে পারবেন বলে জানিয়েছেন। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। ওই নারীকেও নজরদারিতে রাখা হয়েছে।”