বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোরে জেলার মোল্লাহাট উপজেলাধীন বাগেরহাট-মাওয়া মহাসড়কের চাঁদেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসের যাত্রী।
নিহত মাসুদ শেখ (২২) জেলার মংলা বন্দর এলাকার রাতারাতি কলোনীর আব্দুর রহিমের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ঢাকা-মংলা রুটে চলাচলকারী ‘পর্যটক পরিবহন’ নামে বাসটি যাত্রী নিয়ে মংলায় আসার পথে চাঁদেরহাট সেতুর (ব্রিজ) কাছে পৌঁছলে চালক ‘নিয়ন্ত্রণ হারায়’। এতে বাসটি সেতুর ওয়াক ওয়ের উপরে উঠে যায়।
এসময় সেতুর ওয়াক ওয়ে ও রেলিংয়ের সাথে ধাক্কা লেগে বাসটি এক পাশে কাত হয়ে যায়। এতে বাসটিতে থাকা অন্তত ১৬ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। বাকিদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানান।