দীর্ঘ ১০ বছর পর কেদ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের নিজ জেলা বাগেরহাটে বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে ছাত্রলীগের।
শনিবার সকাল থেকে শহরের খানজাহান আলী কলেজ মাঠে এ সম্মেলন শুরু হবে।
সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে ছাত্রলীগের জেলা, উপজেলা ও ততৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।
১০ বছর পর হতে যাওয়া জেলা ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
সম্মেলনে উপস্থিত থাকবেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি। এছাড়াও ছাত্রলীগের কেদ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লিটন সরকার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সম্মেলন সফলে ১৩টি উপ-কমিটি দিনরাত কাজ করছে। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সরদার নাসির উদ্দিন বলেন, বার্ষিক সম্মেলন ঘিরে জেলায় নতুন নেতৃত্বে আসতে সাম্ভব্য প্রাথীরা চালাচ্ছে প্রচার-প্রচারনা। ইতিমধ্যেই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক ১৪ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছে জেলা ছাত্রলীগের কাছে।
তা যাচাই-বাছাই করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ্রের কাছেও পাঠানো হয়েছে। সম্মেলনে ২৫/৩০ হাজার নেতা-কর্মী সমর্থক উপস্থিত হবে বলেও জানান তিনি।
শনিবারের সম্মেলনে যে নতুন নের্তৃত্ব নির্বাচিত হবে তারা আগামী দিনে বাগেরহাট জেলা ছাত্রলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলেও আশাবাদ জানান এই দুই ছাত্র নেতা।
প্রসঙ্গত, সবশেষ ২০০৪ সালের ৪ আগস্ট বাগেরহাট জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সরদার নাসির উদ্দিন সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমস জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।