প্রায় ৪০ ঘণ্টা পারাপার বন্ধ থাকার পর গ্যাংওয়ে মেরামোত শেষে বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে।”
দুই দিন আগে মঙ্গলবার দুপুরে নদীর চরে রাখা পুরাতন অকেজো একটি ফেরি জোয়ারের পানিতে ভেসে এসে ফেরিতে ওঠার গ্যাংওয়ের সঙ্গে ধাক্কা খায়।
এতে প্রায় ৬০ ফুট দীর্ঘ গ্যাংওয়ে ভেঙে যায়। এরপর থেকে সেখানে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যহত হচ্ছিল জেলার মোরেলগঞ্জ ও শরণখোলার সাথে সড়ক যোগাযোগ।
বুধবার (২০ মে) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মেরামত শুরু করেন। সেই কাজ শেষ হয় রাত ১টার দিকে।
নাহিন রেজা জানান, সকালে পারাপার শুরু হওয়ার পর দুই তীরে আটকে থাকা শতশত যানবাহন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।