সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন্দবালা খালে র্যাবের সঙ্গে কথিক ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মাইঝা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই দস্যু নিহত।
রোববার (১০ মে) ভোর ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত বাগেরহাট জেলার অন্তরগত সুন্দরবন পূর্ব বনবিভাগে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বনদস্যু মাইঝা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আলমগীর (৩৫) এবং অপর আরেক দস্যু রিপন (৩০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৮) এর অধিনায়ক লে. কর্ণেল ফরিদুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর নন্দবালা খালে একটি দস্যু বাহিনী অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৮ এর একটি দল ঘটনাস্থালে অভিযানে যায়। ৫টা ১০মিনিটের দিকে র্যাবের দলটি নন্দবালা খালে পৌঁছালে দস্যুরা দারে উপর গুলি চালায়। এসময় আত্মরক্ষায় র্যাব সদ্যরাও তাদের উপর গুলি চায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে দস্যুরা পিছু হটলে র্যাব ঘটনাস্থালে তল্লালি চালিয়ে করে একটি ওয়ান শুটার, দুইটি রাইফেল, ১০টি দেশি বিদেশি বন্দুক, ১০০ রাউন্ড গুলি এবং দুটি মৃতদেহ উদ্ধার করে।
পরে নন্দবালা খাল সংলগ্ন এলাকায় থাকা জেলেরা মৃতদেহ দুটি বনদস্যু মাইঝা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আলমগীর (৩৫) ও একই বাহিনীর আরেক দস্যু রিপনের (৩০) বলে সনাক্ত করে।
নিহত দস্যুদের বিরুদ্ধে সুন্দরবনে জেলে অপহরণ, চাঁদাবাজি, মুক্তিপন আদায়ের অভিযোগ রয়েছে বলে জানানও তিনি।