বাগেরহাটের রামপাল উপজেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ করতে অর্থ বরাদ্দ দেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (০৮ মে) বিকেলে শহরের রেল রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিল থেকে বিমানবন্দর নির্মাণ করতে অর্থ বরাদ্দ দেওয়া ও ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় জেলার রামপাল উপজেলার ফয়লা এলাকায় বিমানবন্দর করতে জমি অধিগ্রহণ করে মাটি ভরাটের কাজ শুরু করে। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেয়।
বর্তমান আওয়ামী লীগ সরকার আবারো বাগেরহাটে বিমানবন্দর করার উদ্যোগ নিয়েছে। কয়েক দিন আগে মন্ত্রীসভার সভায় ৫৪৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
এছাড়া বর্তমান সরকার উদ্যোগ নেওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বিল বৃহস্পতিবার সে দেশের রাজ্যসভায় পাস হয়েছে। এজন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বক্তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, মীর জায়েসী আশরাফী জেমস, তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার প্রমুখ।