শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে প্রচারণার অংশ হিসাবে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যতিক্রমী নৌকা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
‘গ্লোবাল উইক অব এ্যাকশন’ পালনের অংশ হিসাবে মোরেলগঞ্জের পানগুছি নদীতে এই আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপকূলীয় এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধীক শিক্ষার্থী এতে অংশ নেয়।ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ এডিপি’র ম্যানেজার ফ্রান্সিস জুরান মন্ডল র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নৌ র্যালীটি মোরেলগঞ্জ বাজারের ঘাট থেকে শুরু হয়ে দীর্ঘ্য পথ অতিক্রম করে উপজেলার বারইখালী ইউনিয়নের চৌধুরীকাছারী প্রদক্ষিণের পর শেষ হয়।
আয়োজক সংস্থার কর্মকর্তা অমর ডি কস্তা জানান, ব্যতিক্রমী এ আয়োজনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু নিমূলে ৭টি ট্রলার নিয়ে নদী তীরবর্তী এলাকায় প্রচারণা চালান হয়।