সুন্দরবনে তলা ফেটে ‘এমভি জাভালে নূর’ নামের কার্গো জাহাজ ডুবে গেছে। এতে ভেতরে থাকা পাঁচশ মেট্রিক টনের বেশি সার ভিজে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের মরা ভোলা নদীর বিমলের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এরআগে দূর্ঘটনা কবলিত মেসার্স আল এহসান শিপিং লাইন্স এর কার্গো জাহাজটি গত ৩ মে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে সার বোঝাই করে থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্যেশে যাচ্ছিল। পথে সুন্দরবনের ভেতরে ওই এলাকায় একটি ডুবো চরে আটকা পড়ে। মঙ্গলবার কার্গোটি উদ্ধার করতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার (৩ মে) মংলা বন্দর থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্যেশে ছেড়ে আসা কার্গোটি সুন্দরবনের ভেতর দিয়ে যাবার সময় মরাভোলার ডুবোচরে আটকা পড়ে। ওই দিন বিকালে আটকা পড়ার পর মঙ্গলবার সকালে কার্গো জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ দু’টি কার্গো নিয়ে ঘটনা স্থালে আসে।
উদ্ধার করার এক পর্যায়ে চরে আটকে পড়া কার্গোটির তলা ফেটে যায়। এরপর কার্গোর ভেতরে পানি উঠে তা পানিতে নিমজ্জিত হয়ে যায়।
বর্তমানে জাহাজে থাকা সার সরিয়ে নিতে মালিকপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, কার্গো জাহাজটি ৬৭০ মেট্রিক টন এমওপি (মিউরেট অব পটাশ) সার নিয়ে মংলা বন্দর ছাড়ে বলে শুনেছি।