প্রচ্ছদ / খবর / বাগেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালন

বাগেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালন

Bagerhat-Pic-1(01-05-2015)‘শ্রমিক মালিক ঐক্য গড়ি-সোনার বাংলা গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে পালিত হয়েছে মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে সারাদেশের ন্যায় বাগেরহাটেও জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

শুক্রবার (০১ মে) সকালে জেলা প্রশাসন ও দক্ষিণ অঞ্চল শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য দেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহ আলম সরদার, বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমানসহ শ্রমিক নের্তৃবৃন্দ।

০১ মে ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হকএনআর এ/বিআই

About ইনফো ডেস্ক