বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংসসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ ও বন বিভাগ।
সোমবার (২৭ এপ্রিল) বিকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উত্তর রাজাপুর গ্রামের মো. ইউনুস হাওলাদার (৪৫) ও তার ছেলে নজরুল হাওলাদার (২৫)।
তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সোমবার সকালে একদল চোরা শিকারি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা থেকে চিত্রল হরিণ শিকার করে। শিকার করা ওই হরিণের মাংস বন সংলগ্ন রাজাপুর গ্রামের ইউনুস হাওলাদারের বাড়িতে বসে ভাগবাটোয়ারা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ও বনবিভাগ অভিযানে চালায়।
এসময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি মাংস উদ্ধার ও পিতা-পুত্রকে আটক করা হয়।
আটককৃতরা চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের কথা শিকার করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং উদ্ধারকৃত মাংস ধানসাগর ফরেস্ট স্টেশন এলাকায় বনের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।