বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ৫ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলায় ফলতিতা বাজর এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন পিকআপে থাকা আরো তিন আরহী। তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা সকলে পিকআপ ভ্যানের আরহী ছিলেন। তারা পার্শবর্তী গোপালগঞ্জ জেলার মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের ফটিক দাসের ছেলে নীল কমল দাস (৪৫) ও বল রাম দাস (৩৫) এবং তাদের ভাগ্নে এই গ্রামের সুবাস দাসের ছেলে স্যাম দাস (৩০) ও কর্তিক দাসের ছেলে পানু দাস (৩৮)।
নিহত অপর আর একজন পিকআপ ভ্যানের ড্রাইভার (৪০)। তাৎক্ষনিক তার নাম জানা যায়নি। তবে তার বড়ি খুলনার রুপসা উপজেলায় বলে জানা গেছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাস্থাল থেকে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (ঢাকা মেট্টো ন-১১-০৩৫৮) নামের একটি পরিবহন গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ফলতিতা বাজার মৎস্য আড়ৎ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের (খুলনা মেট্টো ভ-১১-৭৯৫০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থালেই পিকআপ ভানের থাকা ৫ আরহীর মৃত্য হয়।
নিহতরা ফকিরহাট থেকে সাদ মাছ নিয়ে পার্শবর্তী গোপালগঞ্জ জেলায় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তারা সকলে মাছ ব্যবসায়ী বলে ফকিরহাট মডেল থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।