নিহতের ভাগ্নে মো. রাব্বি শেখ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, তার মামা সকাল সাড়ে ১১টায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বড় খোকার দোকানের সামনে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় শহীদুল, আল আমিন ও মিজান রাম দা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
তার মামা রাজা শেখ আওয়ামী লীগের সত্রিয় কর্মী বলে জানান তিনি। তবে, কী কারণে তার উপর হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে আওয়ামী লীগ কর্মী রাজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ স্থানীয় ফরিদ মোল্লার সহযোগী শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। হত্যার কারণ জানতে শহীদুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটত পারে। এঘটনায় ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, রাজার মৃত্যুও খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুদ্ধরা অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের একটি বাড়ীতে। অতিরুক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকায়।
২৭ এপ্রিল ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক–এনআর এ/বিআই