বাগেরহাটে বৈশাখী মেলার মাঠে সোহেল হাওলাদার খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার আব্দুল গফুরের ছেলে ইয়াছিন (২২), একই এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে সাকিল (২১) ও হাড়িখালী বটতলা এলাকার গণি ব্যাপারীর ছেলে আকাশ ব্যাপারী (২১)। এদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার রাতে বাগেরহাট শহরের জেলা পরিষদের বৈশাখী মেলার মাঠে ছুরিকাঘাত করে সোহেল হাওলাদারকে (২২) হত্যা করে দুর্বৃত্তরা।
সোহেল হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, বিকেলে বেকারি শ্রমিক সোহেল হাওলাদার হত্যার ঘটনায় তার বাবা আব্দুল আজিজ হাওলাদার বাদী হয়ে আটক তিনজনসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।