নিহত খান মাহরুল ইসলাম রোচি (১৬) বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, বাগেরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খান মনির হোসেনের ছোট ছেলে সে।
আহতরা হলেন- খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণির ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র জিয়াউর রহমান প্রিন্স (১৭) ও বাগেরহাট সরকারি পিসি কলেজের একই বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার নাদিম জয় (১৭)।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে খুলনায় পাঠান হয়েছে।
আহত প্রিন্স শহরের মুণিগঞ্জ এলাকার অ্যাডভোকেট কাজী মনোয়ার হোসেনের ছেলে এবং জয় খারদ্বার এলাকার ব্যবসায়ী আবু সাঈদ ও বাগেরহাট পৌর সভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুনের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রাত ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার হযরত খানজাহান (রহ.) মাজার মোড় থেকে তিন-চারটি মোটরসাইকেল বাগেরহাট শহরের দিকে আসছিল। ঘটনাস্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে রোচিদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে।
এতে ওই মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রোচিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১৪ এপ্রিল ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক–এনআর এ/বিআই