বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর মা মোসাম্মাত মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
সোমবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের মরহুম শেখ আমজাদ হোসেনের স্ত্রী মোসাম্মাত মরিয়ম বেগম ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান বাচ্চুর মা।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জোহর বাদ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ এবং তাঁতীলীগ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।