নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাগেরহাটের বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় মাছের পোনা ধরার অভিযোগে ৫টি ট্রলারসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শরণখোলা উপজেলার বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় এক হাজার কেজি ফাইশ্যা (পারশে) মাছের পোনাসহ তাদের আটক করা হয়।
এসময় ইঞ্জিন চালিত ওই ৫টি ট্রলার থেকে ১২ হাজার মিটার নিশিদ্ধ সিম ফ্লাই জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার গোলাম রাব্বানী বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদীতে আহরণ নিষিদ্ধ মাছের পোনা ধরা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিকে সন্ধ্যায় বলেশ্বর ও পানগুছি নদীর অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই দুই নদী মোহনা থেকে ৫টি ট্রলার থেকে ১ হাজার কেজি পারশে মাছের পোনা উদ্ধার করে।
পরে ইঞ্জিন চালিত ওই ৫টি ট্রলার এবং ট্রলারের ৫৩ জেলেকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানাতে পারেন নি তিনি।
উদ্ধারকৃত ১ হাজার কেজি পোনা ও ৫টি ট্রলারের দাম ২২ লাখ টাকা বলে জানান গোলাম রাব্বানী।
মোরেলগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মো. ইয়াকিন আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রাত ১০টার দিকে আটক জেলেদের উপজেলা মৎস অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। আটক জেলেদের বিরুদ্ধে মৎস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকৃত মাছের পোনা নদীতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।