এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এক ঘন্টারও বেশি সময় ধরে দেশীয় অস্ত্রেসস্ত্র নিয়ে স্থানীয় এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে- রেজাউল চৌধুরী, ইস্রাইল চৌধুরী, ওসিকার চৌধুরী, মো. আলিম মোল্যা, সাকায়েত মোল্যাসহ ৪০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জান গেছে। তবে তাৎক্ষনিক সবার নাম-পরিচয় জানা যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম খায়রুল আনাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, এলাকায় আধিপত্য নিয়ে সিংগাতি গ্রামের এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় সেই বিরোধের জের ধরে দুই চৌধুরী পরিবারের সমর্থকেরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ/ছয় রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।