অগ্নিকাণ্ডের আগে ছেলেমেয়েকে ঘরে রেখে খোকন ও তার স্ত্রী আফরোজা বেগম বাড়ির পাশের চিংড়ি ঘেরে কাজ করতে গিয়েছিলেন বলে, জানান চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার।
নিহতদের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে বাগেরহাট ইনফো ডটকমকে তিনি বলেন, শুক্রবার বিকেলে সাড়ে ৩ টার দিকে দুই সন্তানকে ঘুমিয়ে রেখে ঘরে তালা দিয়ে মা আফরোজা বেগম পাশের বাড়িতে যান। এসময় রান্নাঘরের চুলার আগুন থেকে বসতঘরে আগুন লেগে যায়।
মুহুত্তের মধ্যে আগুন তাদের ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে শিশু দু’টির ঘুম ভেঙে যায়। এসময় তারা চিৎকার করতে থাকে। পরে তারা জীবন বাঁচাতে খাট থেকে নেমে (খাটের) নিচে লুকানোর চেষ্টা করে।
এসময় প্রতিবেশীরা ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভালেও ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং শিশু দু’টি পুড়ে অঙ্গার হয়ে যায় বলে জানান ওসি দিলীপ কুমার।।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আগুনে পুড়ে ওই দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আদরের সন্তানদের হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
২৭ মার্চ ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএ/বিআই