বাগেরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী আবৃত্তি কর্মশালা-২০১৫।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাগেরহাট থিয়েটারে এ কর্মশালার উদ্ধোধন করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও নাট্য সংগঠক শেখ নজরুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক প্রদান করছেন সাংস্কিৃতিক কর্মী, প্রশিক্ষক ও আবৃত্তিশিল্পী নাজমুল আহসান। তিনি এই কর্মশালার আয়োজক বাগেরহাট থিয়েটারেরও এক জন সদস্য।
চার দিনব্যাপী এই আবৃত্তি কর্মশালায় আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন ও কন্ঠের ব্যায়াম, প্রমিত উচ্চারন, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রস এবং আবৃত্তি নির্মান কৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যন ও আবৃত্তি শিল্পী এ্যাড. পারভীন আহমেদ, শেখ নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান প্রমুখ।
এতে অংশ নিচ্ছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ প্রায় অর্ধশত প্রশিক্ষনার্থী।