মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের আলেম ওলামা, ধর্মীয় নেতা, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং মন্দিরের পুরহীত ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী সভা করেছেন মোরেলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন।
সাম্প্রদায়ীক সম্প্রীতি অটুট রাখতে সোমবার বিকেলে খাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ থানা ওসি আসলাম উদ্দিন। বিষেশ অতিথি ছিলেন থানা ওসি (তদন্ত) আতিকুর রহমান ও সন্ন্যাসী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাসার।
সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধংসাত্মক কর্মকান্ড ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কোন প্রকার উক্তি করা থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়। সভায় দু’শতাধীক আলেম ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
উল্লেখ, গত বৃহস্পতি ও শুক্রবার গভীর রাতে দূরবৃত্তরা আগুন দেয় মোরেলগঞ্জ উপজেলার চিংড়েখালী ইউনিয়নের সিংজোড় গ্রামের গোপালপুর এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া সার্বজনীন মন্দিরে।