বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে আনোয়ার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (২৫ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামে এঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা-হামলায় নিহতের ভাইসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহত আনোয়ার শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
বুধবার দুপুর সোয়া ৩টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আহতরা হলেন, নিহতের ভাই আব্দুর রশিদ (৪৭), প্রতিবেশি ওমর খান (৬০), মজিবর (৫৫), সোহাগ (২২) এবং অপর একজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, ৭-৮ বছর আগে পাশ্ববর্তি জোকা গ্রামের কাসেম শেখের কাছে আমার স্বামী এক বিঘা জমি বিক্রি করেন।
বুধবার সকালে সেই বিক্রি করা জমি তাদের বুঝিয়ে দিতে ভাইসহ কয়েকজন সঙ্গী নিয়ে জোকা গ্রামে যান তার স্বামী। জমি বুঝিয়ে দিয়ে সেখান থেকে সঙ্গীদের নিয়ে ফেরার পথে প্রতিপক্ষ কাসেম ও জাহিদুরের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।
এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকার শামস বাগেরহাট ইনফো ডটকমকে জানান, হাসপাতালে আনার আগেরই অতিরিক্ত রক্তক্ষরনে আনোয়ার শেখকে মৃত্য হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলের (অতিরুক্ত দায়িত্ব) সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা পাল্টা-হামলা এবং হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে তারা।