বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পানগুছি নদীর মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইমরান হোসেন লিমন উপজেলার বারইখালী ইউনিয়নের ফোরিঘাট এলাকার ভ্যানচালক এমাদুল হাওলাদারের ২য় ছেলে। লিমন স্থানীয় মারকাত ওমর আল ফারুক মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও লিমনের সহপাঠি বন্ধুদের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিকেলে লিমন বন্ধুদের সঙ্গে ফোরিঘাট এলাকায় পানগুছি নদীতে গোসল করতে যায়। এ সময় সে সাঁতার কেটে কচুরিপনা ধরতে গিয়ে আর ফিরে আসেনি।
খবর পেয়ে মোড়েলগঞ্জ ও খুলনা ফায়ার সার্ভিসের পৃথক দুটি ‘লাইফ সেভিং দল’ ঘটনাস্থলে (নদীতে) উদ্ধার অভিযান শুরু করেছে।
মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক ও খুলনা ইউনিটের স্টেশন অফিসার মো. মুজাহিদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য সম্ভাব্য এলাকায় ডুবুরি দল নিয়ে অভিযান চালানো হচ্ছে। স্রোতের টানে শিশুটি নদীতে তলিয়ে যেতে পারে।