বাগেরহাটের চিতলমারীতে পরিবার পরিকল্পনা বিভাগের এক নারী পরিদর্শকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদের হামলায় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, শনিবার ভোররাতে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের গরীবপুর গ্রামের এ ঘটনায় টাকা ও বেশকিছু স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা।
গুলিবিদ্ধরা হলেন- চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চরবানিয়ারী ইউনিয়নের দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক হেলতা রাণী (৪২) এবং তার বাড়ির ভাড়াটিয়া হোমিওপ্যাথি চিকিৎসক সুখেন মণ্ডল (৪০)।
তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দিলীপ কুমার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হেলতা রাণীর বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বললে হেলতা রাণী ও তার স্বামী তা দিতে অস্বীকৃতি জানান।
“এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে হেলতার বুকে গুলি করে। এ সময় পাশের ঘরের ভাড়াটিয়া সুখেন মণ্ডল এগিয়ে আসলে ডাকাতরা তাকেও গুলি করে। পরে তারা ঘরে থাকা ১৪ হাজার টাকা ও কয়েক ভরী স্বর্ণালংকার নিয়ে চলে যায়।”
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকুর আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আহত দুজনের বুকে গুলি লাগায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারে নি।