দেশব্যপী মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুপপাট, মারপিট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার বিকেলে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্টিত এ সমাবেশে বিভিন্ন শ্রেনী-পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। মিছিল শেষে সাধনার মোড়ে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন শিব প্রসাদ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ্যাড: মিলন ব্যানার্জী, সীতারানী দেবনাথ, হ্যাপী বড়াল, শিল্পী সমাদ্দার, মীর ফজলে সাঈদ ডাবলু, শেখ আক্তরুজ্জামান বাচ্চু, ফররুখ হাসান জুয়েল, অবনীশ চক্রবর্ত্তী সোন, অলক চক্রবর্ত্তী, স্বপন দাস, অসীম সরকার, অজয় চক্রবর্ত্তী, রবীন্দ্রনাথ বিশ্বাস, মানিকলাল মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্মীয় সংখ্যালগুদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, বাড়ীঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোসিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় ও সরকারকে এসব অপকর্ম কঠোর হস্তে দমনের দাবী জানায়।