‘আন্তর্জাতিক নারী দিবসে’র দিনে বিয়ে বাড়িতে হানা দিয়ে ‘বাসরঘর’ থেকে বর-কনেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ‘বাল্য বিয়ে’র দায়ে আটক বর মাসুদ পারভেজ (২৫)কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপনীয়তার সাথে উপজেলার বারইখালী গ্রামে একটি ‘বাল্য বিয়ে’র আয়োজন চলছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চান তিনি। ওই গ্রামের সুলতান হাওলাদারের বাড়িতে সে সময় বিয়ের আয়োজন চলছিলো।
ঘটনাস্থলে গেলে প্রথমে সবাই বিয়ের কথা অস্বিকার করে। পরে তল্লাসী করে সুলতান হাওলাদারের বাড়ির দোতালায় সাজানো বাসর ঘর থেকে বর ও কনেকে আটক করা হয়।
পরে ভ্রম্যমান আদালত বসিয়ে বর মাসুদ পারভেজকে দন্ড প্রদান করা হয় এবং কনেকে (১০ম শ্রেণির ছাত্রীকে) অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
দন্ড প্রাপ্ত মাসুদ পারভেজ উপজেলার ভাটখালী গ্রামের আনোয়ার শেখের ছেলে। প্রবাসে থাকা ওই যুবক সদ্য বিয়ে করতে দেশে আসেন।
সাজাপ্রাপ্ত বর মাসুদ পারভেজকে সোমবার (০৯ মার্চ) দুপুরে পুলিশ হেফাজতে বাগেরহাট জেল খানায় পাঠানো হয়েছে।