দীর্ঘ প্রতিক্ষার পর বাগেরহাট শুরু হয়েছে উপমাহাদেশের অন্যতম সাধক হযরত খানজাহান (রহ.)-এর মাজারের প্রবেশ পথে গেট নির্মানের কাজ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান (রহ.)-এর মাজার মোড়ে প্রবেশ পথের গেট নির্মান কাজের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু।
অত্যাধুনিক নকশার ১২০ ফুট দৈর্ঘ, ২৪ ফুট প্রস্থ ও ৪৫ ফুট উচ্চতা সম্পন্ন এই গেট নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দে শোভাবর্ধনকারী এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাগেরহাট পৌরসভা।
২০১৩ সালের ১৬ মার্চ হযরত খানজাহান (রহ.)-এর মাজারের প্রবেশ পথে অত্যাধুনিক গেট নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে কাজ শুরুর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, খানজাহান (র:) মাজারের প্রধান খাদেম ফকির শের আলী ফকির, সমাজসেবক সাইফউদ্দিন প্রমুখ।
বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ জানান, আগামী ২০১৫-১৬ অর্থ বছরের মধ্যে এই নির্মান কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।