বাগেরহাটে হত্যা মামলায় আবুল কালাম আজাদ ওরফে আদোন ( ৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -১ আদালতের বিচারক মোহা: সহিদুজ্জামান এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে আদোন ( ৪১) বাগেরহাটের কচুয়া উপজেলার দক্ষিন মাদবকাঠি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রায়ে যাবজ্জীবন দন্ড ছাড়াও আসামী আদোনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডা এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার বাকি ৪ আমামীকে খালাস প্রদান করেছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরে আসামী আবুল কালাম আজাদ ওরফে আদোন ২০০২ সালের ১৬ ডিসেম্বর একই গ্রামের মাহাতাব শেখের ছেলে ইকরাম আলী শেখকে (৩২) হত্যা করে। আদোন ঘটনার দিনে রাতে ইকরামকে বাড়ি থেকে ডেকে পাশ্ববর্তী শিয়ালকাঠি গ্রামের একটি মৎস্য ঘেরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদি হয়ে ৫ জনকে আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৩ সালের ৮ জুন ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত মামলার দীর্ঘ্য শুনানি এবং ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এই রায় প্রদান করেন।