বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন সময় কোস্টগার্ডের অভিযানে আটক ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালীকাবাড়ি কোস্টগার্ড কার্যালয়ের সামনে পানগুছি ও বলেশ্বর নদী থেকে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের মোরেলগঞ্জ কন্টিনজেন্ট অফিসার আলী আকবর বাগেরহাট ইনফো ডটকমকে জানান, চলতি মাসের বিভিন্ন সময়ে উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার সিম ফ্লাই নেট জাল ও ১০ হাজার মিটার বেহেন্দি জাল উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই অবৈধ জাল দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াকিন আলীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, প্রতি মিটার কারেন্ট ও সিম ফ্লাই নেট জালের মূল্য ৩৫ টাকা এবং বেহেন্দি জাল ৩৫০ টাকা করে। সে হিসাবে মঙ্গলবার ধ্বংসকরা অবৈধ ওই তিন প্রকারের জালের আনুমানিক বাজার মূল্য প্রায় (৫৯,৫০,০০০ + ৭০০০) ৫৯ লাখ ৫৭ হাজার টাকা।
তবে, বিভিন্ন সময়ের অভিযানে ওই বিপুল পরিমানের নিষিদ্ধ জাল আটক করা হলেও কোন জেলে বা কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।