বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৮৭৫ কেজি কারেন্ট জালসহ দু’টি মাছ ধরা ট্রলার জব্দ করেছে মৎস অধিদপ্তর।
সোমবার দিবাগত গভীর রাতে শরণখোলা উপজেলার বলেশ্বর নদী দিয়ে সমুদ্রগামী দু’টি ট্রলারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমানের নিষিদ্ধ জাল পাওয়া যায়।
এসময় আটক করা হয় সমুদ্রগামী ট্রলার ‘এফবি ছোট হুজুরের দোয়া’ ও ‘এফবি ইমা’ এবং ট্রলারে থাকা ২৪ জেলেকে।
‘এফবি ছোট হুজুরের দোয়া’ ও ‘এফবি ইমা’ নামে ট্রলার দু’টির মালিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি এলাকার আব্দুর রহিম এবং একই এলাকার ইমাদুল হোসেন।
শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোন্দকার সহিদুর রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, জাটকা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত রাত ১টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মৎস বিভাগ অভিযান পরিচালনা করেন।
এসময় সমুদ্রগামী দুটি ট্রলারে তল্লাশি করে ২৫ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে কারেন্ট জাল রয়েছে। এঘটনায় ট্রলারে থাকা ২৪ জেলেসহ ওই ট্রলার দু’টিকে আটক করে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেওয়া খোন্দকার সহিদুর রহমান আরো বলেন, “আটক ২৪ জেলে, ট্রলার ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যাপারে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জাটকা রক্ষায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”