বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আব্দুল হালিম এই দন্ডাদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্ত নাদিম হাওলাদার (২২) মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মোরেলগঞ্জ পৌরসভার এস এম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে কলেজে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করত এক যুবক। ওই যুবক শুধু পথেই উত্যক্ত করেনি সে সম্প্রতি মেয়েটির বাড়িতে গিয়ে ভালবাসার কথা লিখে চিঠি রেখে আসে।
মেয়েটি বুধবার দুপুরে বিরক্ত হয়ে নাদিমের বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নাদিমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মেয়েটির দুই সহপাঠির স্বাক্ষ্যের ভিত্তিতে নাদিমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দন্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
মোরেললগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ২ বছরের দন্ডপ্রাপ্ত নাদিম হাওলাদারকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।