বাগেরহাটের মংলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেঝ ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
এলাকাবাসী ও নিহতদের পরিবার জানায়, মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোহাম্মদ, গোলাম মোস্তফা ও মোজাহিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারি লেগে থাকতো।
এই বিরোধের জেরে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তিন ভাই মারামারিতে লিপ্ত হয়।
এসময় মেঝ (২য়) ভাই গোলাম মোস্তফার আঘাতে গুরুত্বর আহত হন বড় ভাই মোহাম্মদ শেখ (৪০)। তাদের নিভৃত করতে গিয়ে সেজো ভাই মোজাহিদ শেখও আহত হন এসময়।
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে সোমবার বিকেলেই মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয় তাকে।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মোহাম্মদ।
মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এঘটনায় আহত অপর ভাই মোজাহিদ শেখ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর এলাহি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আমারা মারামারির ঘটনা শুনেছি। তবে এখন (রাত সাড়ে ১১টা) পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ জানায় নি।
মারামারির ঘটনায় আহত মোহাম্মদ শেখ নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত নই।