বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতর অবরোধ-হরতাল ঠেকাতে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় পুলিশ ফাঁড়িটি সাময়ীক ভাবে ক্লোজ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ওই ফঁড়িটি (ক্যাম্প) বন্ধ করে দেওয়া হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চেীধুরী বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বাগেরহাট পুলিশ সুপারের লিখিত নির্দেশে মল্লিকেরবেড় পুলিশ ফাঁড়িটি বৃহস্পতিবার ক্লোজ করা হয়েছে। ক্যাম্পে দায়িত্বরত ১৮ জন আনসার ব্যাটেলিয়ান সদস্যদের অস্ত্র ও গুলি বাগেরহাট পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়েছে।
ফাঁড়ি ইনচার্জ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেনকে রামপাল থানায় সংযুক্ত করা হয়েছে।
ক্লোজকৃত আনসার সদস্যদের ঢাকা পাঠানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার থেকে বাগেরহাটের মহাসড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস, পন্যবাহী ট্রাকসহ যানবাহনের নিরাপত্তায় মাঠে নামান হয়েছে আনসার সদস্যদের।
বাগেরহাট আনসার অফিস সূত্র জানায়, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহয়তা করতে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।