কীটনাশক ছাড়াই জৈব চাষাবাদের মাধ্যমে সবজি উৎপাদনে করনীয় নিয়ে মংলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরতলীর আরাজি মাকড়ডোনের মেছেরশাহ এলাকার সফল সবজি চাষী আফরিনা জামান লিপির বাড়ীতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিসহ কৃষি উৎপাদনে করনীয় বিষয়ে এই কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর সাসটেনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি)।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা থেকে আগত কৃষিবিদ প্রদ্যুৎ নায়েক, বিএএসডির প্রজেক্ট ম্যানেজার এ্যাডওয়ার্ড এ মধু, টিম লিডার জোসেফ সরকারসহ সংগঠনের উপকারভোগী কর্মী, কমিউনিটি লিডার, স্বনির্ভর সমিতির প্রায় অর্ধশত নারী-পুরুষ (কৃষক)।
লবণ মাটিতে লবণ সহিঞ্চু ফসল ফলানো, সার ছাড়া জৈব প্রক্রিয়ার সবজি উৎপাদন, খাদ্য চাহিদা মিটানো ও আয় বৃদ্ধির লক্ষ্যেই দীর্ঘ প্রায় ৩ বছর ধরে সাধারণ মানুষ ও কৃষিজীবিদের নিয়ে কাজ করছে বিএএসডি।
কর্মশালার আয়োজকরা জানান, বিএএসডির প্রশিক্ষণ নিয়ে এখানাক কয়েক শ’ পরিবার বাড়ীতে কৃষি ফলিয়ে স্বাবলম্বি হয়ে উঠেছে বলে জানান।