বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে শিকার করা হরিণের ৪০ কেজি মাংসসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করেছে বনরক্ষীরা।
রোববার সকালে (১ ফেব্রুয়ারি) সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ি এলাকার বলেশ্বর নদ থেকে মাংসসহ ট্রলারটি জব্দ করে বন বিভাগ।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ জানান, রোববার ওই এলাকায় নিয়মিত টহলকালে একটি সন্দেহভাজ ট্রলারকে ধাওয়া করলে বনরক্ষীরা। এসয় ট্রলারে থাকা চোরা শিকারীরা ট্রলারটি ফেলে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই ট্রলারে তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস পাওয়া যায়।
উদ্ধারকৃত হরিণের মাংস রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ শিকারীচক্র সুন্দরবনে ফাঁদ পেতে ও বিষটোপ দিয়ে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণসহ বন্যপ্রাণী হত্যা করে পাচার করে আসাছে। মাঝে মধ্যে বন বিভাগ, র্যাব ও পুলিশ সদস্যরা শিকারী এবং পাচারকারীদের ধরতে অভিযান পরিচালনা করে। কিন্ত থেমে নেই সুন্দরবনের বন্যপ্রাণী শিকার ও পাচার।