বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের খেলায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ৪ উইকেটে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায় তারা।
খেলায় প্রথমার্ধে সরকারি উচ্চ বিদ্যালয় সবকটি উইকেট হরিয়ে ১৯৮ রান করে। পরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ব্যাট করেতে নেমে ২১ ওভার ৬ উইকেটে ১৯৯ রান করে বিজয়ী হয়। বিজয়ী দলের সোহেল রানা ৪৭ বলে ১০৩ ও আব্দুল্লাহ ৫২ রান করে।
খেলা শেষে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফ নাজমূল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ট্রফি প্রদান করেন।
বাগেরহাট জেলা পর্যাযের এ প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি বিদ্যায়ল।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ মাহফুজা খানম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ, ক্রিকেট উপকমিটির সম্পাদক খোন্দকার আছিফ উদ্দিন রাখী প্রমূখ।