খাদ্যের সন্ধানে বাগেরহাটের লোকালয়ে আসা একটি ‘মেছো বাঘ’কে ফাঁদ পেতে আটকের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণ পাড়ার গ্রামের আবজাল শেখের বাড়িতে পাতা ফাঁদে ওই মেছো বাঘটি আটকা পড়ে।
আবজাল শেখে বাগেরহাট ইনফো ডটকমকে জনান, মেছো বাঘটি একের পর এক গ্রামের মানুষের হাঁস, মুরগী ও ছাগল নিধন করায় তারা অতিষ্ঠ হয়ে বাঘটিকে ধরার কৌশল করতে থাকেন। সেই কৌশলের অংশ হিসেবে তার বাড়িতে একটি কাঠের বাক্স তৈরি করে তার সামনে একটি মুরগি দিয়ে ফাঁদ পেতে রাখা হয়।
মুরগি শিকার করতে এসে শুক্রবার রাত সাড়ে ১১টার ওই কাঠের বাক্সে বাঘটি আটকা পড়ে।
পরে, মেছোবাঘটি উদ্ধারের জন্য তিনি সুন্দরবন পূর্ব বন বিভাগে খবর দেন। শনিবার সকাল ১০টার দিকে বন বিভাগের লোকজন এসে মেছোবাঘটি উদ্ধার করে।
মেছোবাঘ বা মেছো বিড়াল (ইংরেজি: Fishing Cat; বৈজ্ঞানিক নাম: Prionailurus viverrinus) টি লম্বায় ৪ ফুট। বসয় আনুমানিক দুই বছর।
সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শহরের ভৈরব নদী সংলগ্ন ওই গ্রামের মানুষ বেশ কিছুদিন ধরে মেছো বাঘ আতঙ্কে ভুগছিলেন। স্থানীয় এক ব্যক্তি বাঘটি আটকের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।
মেছো বাঘ শুধু সুন্দরবনে নয়; লোকালয়েও বসবাস করে। হাঁস-মুরগি সহ বিভিন্ন মাংসাসী প্রাণী খেয়ে তারা জীবন ধারন করে।
বাঘটি শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাঘটিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী বনে অবমুক্ত করা হয়েছে।