প্রচ্ছদ / খবর / নাশকতা না দুর্ঘটনা ?

নাশকতা না দুর্ঘটনা ?

রাত প্রায় একটাও পর। সে সময় এলাকার সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ করেই জ্বলে ওঠে ঘরটি।

দাউদাউ করে জ্বলা আগুণ ত্রিশ মিনিট পর এমনিতে নিভে যায়। তবে ততক্ষণে জাহাজের বাবুর্চি আকবর হোসেনের ঘরটি পুরোপুরি পুড়ে যায়।

বুধবার দিবাগত গভির রাতে বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বৈদ্ধমারী বাজার সংলগ্ন আগলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতাক্ষদর্শী গ্রামের বাসিন্দা রুজু মিঞা জানান- এসময় আকবর জাহাজে এবং পরিবারের সবাই বেড়াতে যাওয়ায় কেউ হতাহত হয় নি। তবে তাদের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুর এলাহি বৃহস্পতিবার বিকালে বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুণে ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পবিবারটি দাবি করেছে।

এটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।

২৯ জানুয়ারি ২০১৫ ::  এমএম ফিরোজ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক