বাগেরহাটের মোরেলগঞ্জে তিন কেজি গাঁজাসহ হিরু বেগম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপরে উপজেলার কাঠালতলা গ্রামের থেকে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ কাঠালতলা গ্রামের ফারুক শেখের (৪০) বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুক পালিয়ে যায়। পরে পুলিশ তার ঘর তল্লাশী করে পৃথক পৃথক ব্যাগে রাখা ৩ কেজি গাঁজা, বাটখারা ও একটি ধারালো গুপ্তি উদ্ধার করে। গাঁজা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুকের স্ত্রী হিরু বেগমকে।
তারা দু’জনই মাদক ব্যবসায়ী বলে দাবি ওসির। এঘটনায় ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত রবিবার সন্ধায় মোড়েলগঞ্জ থানা পুলিশ উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আধা কেজি গাজাসহ হাসিনা বেগম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।