বাগেরহাটের মংলায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ’চক্ষু চিকিৎসা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সাহেবেরমেট ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ মোজাহিদুল ইসলাম মোজাহিদ, এ্যাডভোকেট শেখ তাহসিন আলী, মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কহিনুর সরদার, ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মৃধা আঃ জলিল, মোল্যা ফকরুল হায়দার সুজন প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে ছানি অপারেশনের জন্য প্রায় ৪ শতাধীক রোগী বাছাই করা হয়। এছাড়া প্রায় ১০ হাজার নারী-পুরুষকে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।